পররাষ্ট্রমন্ত্রীকে জন কেরির ফোন

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২১, ০৩:২৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


আলোচিত বার্তা ডেক্সঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটর জন কেরি। মঙ্গলবার সন্ধ্যায় কথা বলেছেন দুই নেতা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেন জন কেরি। জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একযোগে কাজ কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে।

প্রায় আধ ঘন্টার আলোচনায় এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন।

আন্তর্জাতিক এর আরও খবর: