সব সময় অস্ত্র গুনেছে আজ অস্ত্র কোথায়?

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০১:১৭ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


প্রতিবেদক-হৃদয় হোসেন রত্ন

গোটা বিশ্ব আজ এক হয়েছে, হয়েছে অবরুদ্ধ, গৃহবাসী।

এইতো কিছুদিন আগেই এদেশ ওদেশ কে হুমকি দিচ্ছিল শোনাচ্ছিল অস্ত্রের ঝংকার‌। দিনে দিনে চলছিলেন যুদ্ধ মহড়া।এত সামরিক শক্তি ,এত পারমাণবিক শক্তি এত বিমানিক শক্তি এত নৌশক্তি আজ কোথায় সেগুলো?

ক্ষমতার রাজধানী নিউইয়র্ক কোথায় তোমার দাপট।

ব্যস্ত রাজধানী টোকিও, শিল্পের রাজধানী বেইজিং, বা আমাদের যানজটের রাজধানী ঢাকা কোথায় তোমার জনবহুল ,কোথায় তোমার ব্যস্ততা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পারমাণবিক বোমা বিশ্বের বুকে প্রথম প্রয়োগ করা হয়েছিল, তখন থেকেই তো শুরু হয়ে গিয়েছিল পারমাণবিক অস্ত্রের হুঙ্কার।

এ দেশের এতগুলো পারমাণবিক অস্ত্র ও দেশের এতগুলো।

আজ কোথায় তোমাদের পারমাণবিক অস্ত্র ?

এই অস্ত্র না জমিয়ে যদি মানবতাকে জমাতে।

মানব জীবন কী সার্থক হতো না?

ব্রিটিশরা তাদের রাজনীতি সারাবিশ্বে দেখিয়ে গিয়েছে।

অস্ত্র সৈন্য দিয়ে শাসন করেছে। তবে আজ কেন এক অদৃশ্য ছোট ভাইরাসের বিরুদ্ধে তাদের শাসন কায়েম করতে পারছে না।

আমেরিকান ,ব্রিটিশ ,চাইনিজ ,জাপানি ,রাশিয়ান ছেড়ে দিলাম। আমার সোনার বাংলা এত শক্ত সামরিক বাহিনী গঠন করে রেখেছি।

 আমরা এদল ওদলের এর পিছনে সার্বক্ষণিক লেগে থাকি।

তবে আজ কেন চুপ করে বসে আছি??

একটি ক্ষুদ্র ভাইরাস কী দেখিয়ে দিল না আমাদেরকে এ বিশ্ব কোন অস্ত্রের ঝংকারে চলে না।

বিশ্ব কোন পারমাণবিক বোমা চায়না।

আজ যেমন একটা ভাইরাসের কারণে সারা বিশ্ব শংকিত।

কোন অস্ত্র দিয়ে তাকে দমানো যাচ্ছে না।

তবে কি দরকার আছে অস্ত্র জমিয়ে জমিয়ে নিজেরা নিজেদের ধ্বংস টেনে আনার।

আমরা শুধু ভাবি আমাদের এতগুলো অস্ত্র আছে তাদের কতগুলো আছে??

কিন্তু আমরা ভাবি না আমাদের এত জন নিরীহ মানুষ আছে ,তাদেরও এরকম নিরীহ মানুষ আছে।

 অস্ত্র প্রয়োগ করলে কি তাদের ক্ষতি হবে না?

আমরা কখনই ভাবিনা নিরীহ মানুষের কথা আজ যেমন একটা ভাইরাস আমাদের ভাবাচ্ছে।

তাই আসুন আমরা অস্ত্রের ঝংকার বাদ দিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে যাই।

আন্তর্জাতিক এর আরও খবর: