প্রতি ৩-৪ দিনে ইউরোপে আক্রান্ত দ্বিগুণ হচ্ছে

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৮:৪০ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


ইউরোপে প্রতি তিন-চারদিন পরপর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। এমন তথ্য দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক মারিয়া ভ্যান কেরখোভ।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক টিভি চ্যানেল সিএনএনকে এ তথ্য জানান তিনি।

মারিয়া বলেন, ইউরোপের দেশগুলো যে তথ্য সরবরাহ করে সেখান থেকে বিশেষজ্ঞরা প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা হিসেব করেন। এখন দেখা যাচ্ছে তিন-চারদিন পরপর আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই চিকিৎসক আরও বলেন, এই হারকে বলা হয় ‘ডাবলিং টাইম’। এটা দ্রুতই হচ্ছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হলে পরীক্ষার (টেস্ট) কোনো বিকল্প 

আন্তর্জাতিক এর আরও খবর: