রিয়াদ দূতাবাস করোনা সংকট মোকাবেলায় প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেণ
নিজস্ব প্রতিনিধিঃ
কর্মসুচি উদ্ধোধন করেণ- প্রবাসী বান্ধব রাষ্ট্রদূত গোলাম মসীহ
করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারের নিদের্শে রিয়াদের অসহায় অতি দরিদ্র প্রবাসীদের মাঝে রিয়াদে দূতাবাসের উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসুচি শুরু করলেন প্রবাসী বান্ধব মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ।
খাদ্য সামগ্রি বিতরণ বিষয়ে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে ২২ লাখের বেশি প্রবাসী রয়েছে। মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা সংকট উত্তরণের জন্য প্রবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেছি। অর্থনৈতিক সংকটে পড়া অভিবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য তালিকা তৈরি চলছে। তালিকা অনুয়ায়ি সংকটে থাকা প্রবাসীদের কাছে খাদ্য সামগ্রি পৌছানো হবে। প্রতি প্যাকেটে আছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১.৫ লিটার তেল, লবন ও সাবান। ৩০০০ প্যাকেট খাদ্য সামগ্রি দেয়া হবে। পর্যায় ক্রমে রিয়াদের পাশের জেলাগুলোতেও পৌছানেরা পরিকল্পনা রয়েছে।
করোনা সংকট উত্তোরণে প্রবাসীদের পাশে রিযাদ দূতাবাস সর্বক্ষনিক কাজ করছে।সংকট নিরশনে সৌদি সরকারের সাথে নানান মুখি আলোচনা চলছে। সৌদি আরবের আইন কানুন যথাযথ ভাবে মেনে চলার জন্য রাষ্ট্রদুত সবার প্রতি আহব্বান জানান।
দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদি হাসান ও প্রেস উইং ১ম সচিব মোঃ ফখরুল ইসলাম, আইন সহকারি মামুনুর রশিদ খাদ্য প্যাকেট বিতরণের সময় উপস্থিত ছিলেন। শুরুতে ১০জন প্রবাসীর হাতে খাদ্য প্যাকেট তুলে দেযা হয়।