হাইমচরের সন্তান সৌদি আরবের করোনায় আক্রান্তে ১ জনে মৃত্যুবরন,

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


মোঃ হাসান আল মামুনঃ  


চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের সৌদি আরবের কর্মরত মোঃ জাহিদ নামে এক প্রবাসী করোনায় আক্রান্ত মৃত্যুবরন করেছন…..(ইন্না-লিল্লাহ …....রাউজান)। গত ১২ এপ্রিল  সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মদিনায় জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা  একজন বাংলাদেশী করোনায় মৃত্যু বরন করেন। মৃত্য মোঃ জাহিদ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন চরভাংগা গ্রামের মোঃ ফিরোজ মিয়া ছেলে। মৃত্য জাহিদ তার স্ত্রী,   ১ কন্যা ও ১ পুত্রকে নিয়ে গাজীপুর জেলায় টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে থাকেন। সৌদিতে হাইমচরে জাহিদের মৃত্য প্রসঙ্গে জেদ্দা কনস্যুলেট লেবার সচিব আমিনুল ইসলাম প্রবাসী সাংবাদিকদের জানান,  সৌদি সরকারি হাসপাতালে রিপোর্ট জানিয়েছে জাহিদ করোনা আক্তান্ত হয়ে মারা গেছে।  বর্তমানে বৈশ্বিক   মহামারী কারনে লাশ ফেরত দেয়া হয়নি। মৃত্য জাহিদের মেয়ে জানান বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে জেনেছি। 

আন্তর্জাতিক এর আরও খবর: