১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রিয়াদ দূতাবাসে প্রবাসীদের অংশগ্রহন

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক



রিয়াদ প্রতিনিধি, 

 জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাসহ পুস্পস্তাবক অপর্ণ।


সকাল ৭ ঘটিকায়  বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ড. মোঃ জাবেদ পাটোয়ারী বিপিএম বার এর নেতৃত্বে  জাতীয় পতাকা অর্ধ নমিত করাসহ  বঙ্গবন্ধু মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী  প্রতিকৃতিতে  দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারির অংশগ্রহনে পুষ্পার্ঘ্য শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেণ।।


এর পরে সকাল ৯ ঘটিকায় রিয়াদ প্রবাসী রাজনিতি ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন। 

রিয়াদ রাজনৈতিক সংগঠনের ভিতরে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ থেকে ড. রিজাউল করিম মিলন, নন্দলাল সরকার, কাজি নজিবুল মুবারক,মোঃ মুক্তাদির।


রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ থেকে উপস্থিত ছিলেন, শওকত ওসমান চৌধুরী, মোঃ আরাকান শরীফ,জুনায়েত মাদবর, মোসলে উদ্দিন মানিক, আরাফাত রহমান।

রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ উপস্থিত ছিলেন, রফিকুল হায়দার, মোঃ তামিম, লিটু মোল্লা।

রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগ থেকে মোঃ ফারুক খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ছাড়া ও উপস্থিত ছিলেন, রিয়াদ আওয়ামী পরিষদ, রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রিয়াদ যুবলীগ, রিয়াদ স্বেচ্ছাসেবক লীগ, রিয়াদ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। 

১৫ আগস্ট স্মরণে  বিকাল  ৪ ঘটিকায় দূতাবাসের উদ্যোগে রিয়াদের সকল রাজনিতিক ব্যক্তিবর্গকে নিয়ে ভার্চুয়াল  আলোচনা সভা করা হয়।

আন্তর্জাতিক এর আরও খবর: