ডোমরাকান্দি ফাযিল মাদ্রাসা, গোপালগঞ্জের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন   |   কাশিয়ানী


হিলাল উদ্দিন, সহ-সম্পাদকঃ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ডোমরাকান্দি ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

মাওঃ আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ তৈয়বুর রহমান রুঙ্গু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সুপার ও পিঙ্গলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান, মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওঃ আঃ ওয়াহেদ মুন্সী, সাবেক সুপার মাওঃ আতিয়ার রহমান, সাবেক সুপার মাওঃ জালালউদ্দিনসহ প্রমূখ। 


মাদ্রাসার সাবেক ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও আলোচিত বার্তা অনলাইন পত্রিকার সহসম্পাদক হিলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান শরীফ, মাওলানা আজিজুর রহমান, পুলিশ উপপরিদর্শক মফিজুর রহমান আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী হুসাইন, এডভোকেট ইব্রাহীম, পুইসুর মাদ্রাসার সুপার মুজাহিদ, বেজড়া মাদ্রাসার উপাধ্যক্ষ জামাল উদ্দিন, প্রবাসী  হারুন, মেধাবী ছাত্রী সিপা, মুস্তাফিজুর রহমান বুলুসহ প্রমূখ।  


মাদ্রাসার সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ডোমরাকান্দি মাদ্রাসা এলামনাই কনফেডারেশন(ডিম্যাক) এর যাত্রা শুরু হয়। যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী কেএম আনোয়ারকে আহবায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা ও শপথবাক্য পাঠ করানো হয়। মাদ্রাসার সাবেক ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পুরো মাদ্রাসা মুখরিত ছিল। অতীত স্মৃতিচারণ করে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। কেউবা মাদ্রাসার সোনালি অতীত স্মরণ করতে করতে নিজেদের সেই বাল্যকালে নিয়ে গিয়েছিল। অনেকেই অত্যন্ত ব্যস্ততার মধ্যেও দূর দুরন্ত থেকে অনুষ্ঠানে এসেছিল শুধুমাত্র প্রিয় প্রতিষ্ঠানকে একনজর দেখার জন্য, প্রিয় উস্তাদদের সান্যিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য। 

সবার সহযোগিতা পেলে মাদ্রাসাটি তার অতীতের গৌরব ফিরে পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।।

কাশিয়ানী এর আরও খবর: