খুলনা পাইকগাছার দেলুটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

 প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন   |   খুলনা




মনা, নিজস্ব প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ১, ২,৩, ৪, ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ১, ২, ৩, ৪, ৬ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একযোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে।


শুক্রবার সকালে দেলুটি ইউপিতে এ দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দেলুটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রিপন কুমার মন্ডল। 


এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ, চম্পক বিশ্বাস, রবীন্দ্রনাথ মণ্ডল, কিংশুক রায়,পলাশ রায়,লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মোঃ শাহাদাৎ হোসেন রানা, পূর্ণিমা, ঋতু গোলদার, অনামিকা সরকার, দেবশ্রী মন্ডল, প্রতিমা ঢালী, শাওন মালাকার, সুচিত্রা বিশ্বাস, নুরজাহান, মালতি, লতিকা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সুকৃতি মোহন সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।


ডাব্লিউডিএমসি সচিব, ডাব্লিউডিএমসি এর সদস্যবৃন্দ ও সিপিপি এর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বক্তারা সকলেই দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি মূলক বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য প্রদান করেন।

খুলনা এর আরও খবর: