বাগেরহাট মোংলায় মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা,মদ সহ আটক -৩

 প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন   |   খুলনা



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

মোংলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি অভিযোগে ৩ জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।


মোংলা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদে পৌর শহরের ৫নং ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোডের একটি দোকানের সামনে থেকে গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের শিকারীর মোড় এলাকার বাসিন্দা মোঃ দুলাল মোল্লার ছেলে মোঃ রাব্বি মোল্লা (১৯), পৌর শহরের ৩নং ওয়ার্ডের চালনা বন্দর মাদ্রাসার পিছন থেকে পৌর ৮নং ওয়ার্ডের শেহলাবুনিয়ার রাজ্জাক সড়কের বাসিন্দা মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার (৩৩) ও ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের ভাটারাবাদ এলাকার মৃত জিতেন হালদারের ছেলে রিলিফ হালদার ওরফে গেদা (৫২) কে আটক করে মোংলা থানা পুলিশ।


আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, ১৫(পনের) পিচ ইয়াবা ট্যাবলেট ও  ০৮ (আট) লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধারমূলে জব্দ করা হয়।


মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা এর আরও খবর: