যশোরের মাদক সম্রাট শহিদুল ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরে বহুল আলোচিত মাদক সম্রাট শহিদুল ইসলাম ওরফে সাইদুল মুন্সি (৫১) ও আসাদুল ইসলামকে (৪৭) ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার (২৪ মার্চ) চৌগাছা উপজেলার পুড়াপাড়া থেকে তাদের আটক করে।
আটক শহিদুল চৌগাছা উপজেলার পুড়াপাড়ার ওমর আলীর ছেলে ও আসাদুল একই গ্রামের মৃত মাছের আলীর ছেলে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিলো, বহুল আলোচিত মাদক সম্রাট শহিদুল ইসলাম ফেনসিডিলের একটি চালান হাত বদল করবে। এসময় এসআই আব্দুল্লাহ মামুন একটি টিম নিয়ে সেখানে আগের থেকে অবস্থান করছিলো।
শহিদুল ও আসাদুল ঘটনাস্থল থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটক শহিদুলের বিরুদ্ধে ২৫টি মাদক মামলা একটি হত্যা ও এক বিস্ফোরক মামলা রয়েছে বিভিন্ন থানায়। উদ্ধার ফেনসিডিলের আনুমানিক মূল্য চার লাখ ৮০ হাজার টাকা।