খুলনার কয়রায় বিরল রোগে আক্রান্ত মোহনা বাঁচতে চায়
এস. এম. সাব্বির হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মো. মনিরুল ইসলাম মনি’র কন্যা মোহনা আক্তার বৃষ্টি (১১) বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তীব্র যন্ত্রনায় দিনযাপন করছে।
গরীব অসহায় পরিবারের একমাত্র মেয়ে মোহনা আক্তার বৃষ্টি, তাঁর পিতা একজন দিনমজুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে এতদিন ধারদেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন তিনি চিকিৎসার খরচ চালাতে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিরল এ রোগটির কারণে মোহনার চোখ, নাক, কান ও শরীরের বিভিন্ন অঙ্গ ফেটে অনবরত রক্ত ক্ষরণ হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে মোহনার জীবন প্রদীপ নিভে যেতে পারে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসায় জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে। তাহলে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে।
সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন মোহনার পিতা মনিরুল ইসলাম। সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ফুটফুটে মেয়েটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনিরুল ইসলাম (মনি) মোবাইল বিকাশ নাম্বার: ০১৩০১২৮৫০১০