যশোর বেনাপোল সীমান্তে পালানোর সময় ফেলে গেলেন ৭০ লক্ষ টাকার সোনার বার
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোর (৪৯) বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকষ টহল দল বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম থেকে ৬শ ৯৯ কেজি ওজনের ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেন।
মঙ্গলবার (১১ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টার সময় আসামীবিহীন স্বর্ন গুলো উদ্ধার করা হয়।
যশোর (৪৯) বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল সীমান্তের সাদীপুর দিয়ে জনৈক একব্যাক্তি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ন বহন করছে। সে মোতাবেক আমাদের বিজিবির চৌকস টহল টিম অবস্থান নিয়ে এক ব্যাক্তির ঘোরাঘুরি দেখতে পেয়ে তাকে ধাওয়া দিলে কোমরে রাখা একটি প্যাকেট ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। প্যাকেটটি উদ্ধার করে তার মধ্যে ওই স্বর্ণ গুলো পাওয়া যায়।
স্বর্নের বাজার সিজার মুল্য ৬৯ লক্ষ ৯০ হাজার টাকা। স্বর্নগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।