শার্শায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, র্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, জেলা পরিষদের সদস্য সালেহ আহমেদ মিন্টু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা মোঃ আবু বিল্লাল, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, বেনাপোল পৌর প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা আনসার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা-আব্দুল্লাহ আল রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।