সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ ২ ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০৯ মে ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন   |   খুলনা



 সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ৯৫৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৯ মে)  দুপুরে অভিযানটি পরিচালনা করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন, রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খুদা (২৭) ও রাজশাহীর গোদাগাড়ী থানার দীঘিরাম গুন্ঠিহর এলাকার মৃত মজিবরের স্ত্রী হাওয়ানুর বেগম (৩০)।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো: আবুল হাশেম সবুজ। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯৫৫ গ্রাম হেরোইনসহ দুইজন আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা এর আরও খবর: