ফিংড়ীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন

 প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন   |   খুলনা



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

ফিংড়ীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ীর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হোমিওপ্যাথিক ডাঃ ফরহাদ হোসেনের পালিত কন্যা ফারহানা সুলতানা (১৮) গত ১০ মে বুধবার তার বাসভবনে পবিত্র কোরআনের কয়েকটি পৃষ্ঠা ছিড়ে পা দিয়ে পিষে ফেলেছে। ঘটনাটি মূহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ফরহাদ হোসেনের বাড়ীতে ভীড় জমায়। খবর পেয়ে তাৎক্ষণিক সদর থানার পুলিশ এর হস্তক্ষেপে জনগনের কবল থেকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে সোপর্দ করে। তারই ধারাবাহিতায় গতকাল বিকল ৪টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বক্তারা এই নেশাগ্রস্থ কুলাঙ্গা ফারহানা (১৮) এর সর্বোচ্চ শাস্তির দাবী জানান এবং এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।


ক্যাপশনঃ ফিংড়ীতে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে মানববন্ধনে একাং

খুলনা এর আরও খবর: