যশোর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অফলোড ১৬ পাসপোর্ট জব্দ
মনা,যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে বৃহস্পতিবার (৭/১৩/২০১৩) দুপুরে ১৬টি অফলোট পাসপোর্ট জব্দ করেছে বেনাপোল রেল স্টেশন ইমিগ্রেশন।
বেনাপোল ল্যান্ডপোর্ট চেকপোস্ট দিয়ে ভারতের উদ্দেশ্যে বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন কাউন্টারে আসলে ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হয় এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদেও সন্দেহ মনে হয় ইমিগ্রেশন অফিসারের, তৎক্ষণিক ইমিগ্রেশন তাদের পাসপোর্টগুলি যাচাই-বাছাই করলে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ১৬ টি পাসপোর্ট অফলোড আছে,, তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, পাসপোর্ট ধারী ১৬ জন ভারতের রোড ব্যবহার করে বিশ্বের অনেক দেশে চলে যায়।
এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এর ওসি ( তদন্ত) মো : বোরহান উদ্দিন বলেন, আমরা সব সময় অনেক সতর্কতার সাথে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা করে থাকি, আজকে ১৬ টি অফলোড পাসপোর্ট জব্দ করা হয়েছে, পাসপোর্ট ধারী সকলেই হবিগঞ্জ জেলার, ১/ সাজেদুর রহমান, A03953599 ২/আব্দুল্লা লসকর, A0779653, ৩/ ইমরান মিয়া, A05249775, ৪/ তোহিদ মিয়া, A05243336 ৫/ মুক্তাদির হোসেন, A05044638, ৬/ মনির উদ্দিন, A03881488, ৭/ কদর আলী, AH0101221, ৮/ আলী আমযাদ, B00818381,৯/ নোবেল মিয়া, A05130500,১০/ নাজিম উদ্দিন,A05802953, ১১/নজরুল ইসলাম,A01928025,১২/ রফিকুল ইসলাম,A02844608,১৩/ মোরশেদ আলম,A05244246,১৪/ তামিম মিয়া, A04762665, ১৫/ কামরুল ইসলাম,A03726321,১৬/ আনসার উদ্দিন, A04942601, আমাদের কার্যক্রম থাকবে।