রাজধানী মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইলিশ রক্ষা করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন   |   খুলনা




মনা,নিজস্ব প্রতিনিধিঃ

সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।অদ্য ৩০ শে সেপ্টেম্বর বাদ আছর চিড়িয়াখানা রোডে মিরপুর প্রেসক্লাব নিজ কার্যল্যয় অনুষ্ঠানটি শরু হয়।উক্ত অনুষ্ঠানে ইলিশ রক্ষায় আমাদের করণীয় ইলিশ ভোজ ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি,সাহিত্যিক ও সাংবাদিক গোলাম কাদের (প্রতিষ্ঠাতা সভাপতি মিরপুর প্রেসক্লাব)।উক্ত আয়োজনে উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আল ফয়সাল (হেড অফ নিউজ এস.এ .টিভি),অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ (সাবেক তথ্য সচিব তথ্য মন্ত্রণালয়)।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এইচ.এম.জামাল উদ্দিন (সাধারণ সম্পাদক মিরপুর প্রেসক্লাব),এস এম জাকারিয়া (সিনিয়র সহ-সভাপতি মিরপুর প্রেসক্লাব), মোঃ জিয়াউর রহমান খান (মানবাধিকার কর্মী)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ হানিফ খান (চেয়ারম্যান গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,দি কুমিল্লা ইউনিভার্সিটি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেবিকা বঙ্গোপধ্যায় (আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাচিক শিল্প),মোহাম্মদ আলী (উপ -সচিব কোর্ড অব ওয়ার্ডস ভূমি মন্ত্রণালয়),সোহরাব হোসেন (ব্যক্তিগত কর্মকর্তা সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়),মহিবুল্লাহ মহিব (সিনিয়র রিপোর্টার বাংলা ভিশন),হাজী শেখ মোঃ মামুনুল হক শেখ মামুন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ- আলী থানা আওয়ামী লীগ)।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মারুফ হায়দার (সহ-সভাপতি মিরপুর প্রেসক্লাব),মোঃ মুসা মিয়া (সহ-সভাপতি মিরপুর) প্রেসক্লাব),মীর আখতারুজ্জামান তারেক (সহ-সভাপতি মিরপুর প্রেসক্লাব),শামীমা আক্তার (সহ- সভাপতি মিরপুর প্রেসক্লাব),

কাজী ওবায়দুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর প্রেসক্লাব), জি.এম শাহাজাহান (সাংগঠনিক সম্পাদক মিরপুর প্রেসক্লাব), মোঃ শরিফ নেওয়াজ লালন,(সহ-সাংগঠনিক সম্পাদক মিরপুর প্রেসক্লাব) মোঃ মোশারেফ হোসেন মনা (সহ-সাংগঠনিক সম্পাদক মিরপুর প্রেসক্লাব) শরীফুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক মিরপুর প্রেসক্লাব),হাজী মোঃ হানজালা বেপারী (অর্থ সম্পাদক মিরপুর প্রেসক্লাব),শেখ কামাল উদ্দিন (দপ্তর সম্পাদক মিরপুর প্রেসক্লাব),পপি‌ খানম (ক্রীড়া সম্পাদক মিরপুর প্রেসক্লাব),মিরপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ছিলেন সবুজ খান,(দৈনিক ভোরের চেতনা),সাংবাদিক সেলিম মোল্লা (দৈনিক তৃতীয় মাত্রা),সুমন খান,রাজু,রেজাউল শেখ,জুয়েল হোসেন,হাবিবুর রহমান,মনজুরুল ইসলাম,শহিদুল ইসলাম সহ আর ও অনেকে।


আজকের আলোচনায় তর্ক বিতর্ক মাধ্যমে বক্তব্য দেন অনেকই।তবে ইলিশ বাংলাদেশ সহ গোটা দুনিয়া আমাদের এ স্বীকৃতি দিয়েছে।কারন ওয়ার্লড ফিসের তথ্যমতে বিশ্বের ৮৫ ভাগ ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে।গোটা দুনিয়ায় ইলিশ উৎপাদনের শীর্ষে বাংলাদেশ।এ অর্জন ও সাফল্য সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের কারনেই।


ইলিশ নিয়ে আমরা বাংলাদেশিরা এখন গর্ব করতেই পারি।বাংলাদেশ যেমন ইলিশের দেশ,তেমনি বাংলাদেশে ও ইলিশের বাড়ি চাঁদপুর কিনা এ নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই।তবে ইলিশের জেলা কোনটা যে কেউ কেউ বক্তব্য বলেন বঙ্গোপসাগর দাবী করা হয়।আমাদের সবচেয়ে বড় অর্জন,গোটা দুনিয়ার স্বীকৃতি "ইলিশ বাংলাদেশের"।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক গোলাম কাদের (প্রতিষ্ঠাতা সভাপতি মিরপুর প্রেসক্লাব)।

খুলনা এর আরও খবর: