প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের প্রস্ততি সভা শার্শায়

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন   |   খুলনা


মনা, নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সফল ও সার্থক করার লক্ষ্যে শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রস্ততি সভা রোববার বিকালে  উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এমপি শেখ আফিল উদ্দিন।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান অহিদ, প্রচার সম্পাদক অহিদুল হক পুটু, বেনাপোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ এবং শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

খুলনা এর আরও খবর: