যশোর-২ আসনের মনোনয়ন পাওয়া কে এই ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোর ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা মিলে যশোর সংসদীয় আসন ৮৫/ ২। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন মুখকে মনোনয়ন দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে আওয়ামীলীগ। রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে উল্লেখ করা হয়।
যশোর ২ আসনে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, ইন্টারভেশনাল কার্ডিওলজি ডাক্তার তৌহিদুজ্জামান তুহিনকে। ঝিকরগাছার ওহাব -দৌলতুনেছা ফাউন্ডেশন-এর কর্ণধর তিনি। ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের সন্তান তুহিন বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সাবেক বাণিজ্য ও শিল্প মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা ৷