যশোর বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ৮ অনুপ্রবেশকারী আটক

 প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন   |   খুলনা



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

অনুপ্রবেশের অভিযোগে যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে ৮ বাংলাদেশি নারী-শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।


বুধবার (২২ মে) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের ধরে বাংলাদেশে ফেরত পাঠালে বিজিবি তাদের আটক করে।


আটক বাংলাদেশিরা হলেন, খুলনার সোবহান খান (৪০), সেলি খাতুন (৩০), সাইফুল খান, (৮), মিঠুন শেখ (৩৫),নড়াইরের  মিঠুন শেখ (৪০), আসমা খাতুন (৩৫), মো. আরিফ(১৭),  মুন্না(১৫) ও রেহানা খাতুন (২৬)।


ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, মিয়ানমার নাগরিকসহ আটক ৪


আটককৃতরা জানান, তারা ভালো কাজের সন্ধানে ৪ বছর আগে তারা দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। ভারতে পুলিশ তাদের অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করে। পরবর্তীতে পুলিশ তাদের সীমান্তরক্ষী বিএসএফের হাতে তুলে দিলে তারা তাদের সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এর আগে শনিবার এ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছিল বিজিবি সদস্যরা।


রঘুনাথপুর  বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওহিদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা এর আরও খবর: