যশোরের শার্শার বাগআঁচড়ায় ১৬০বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেল উদ্ধার।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১৬০বোতল ফেনসিডিল, একটি এপাসি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
(২০সেপ্টেম্বর)রবিবার ভোর সাড়ে ৪টার সময় বাগআঁচড়া এলাকার টেংরা-বালুন্ডা রোডের টেংরা চৌরাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ১৬০ বোতল ফেনসিডিল, আসামীদের ব্যবহৃত এপাসি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ ফাড়ির সদস্যরা।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ও ( এএসআই) মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া এলাকার বাগআঁচড়া টেংরা-বালুন্ডা রোডের টেংরা চৌরাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ১৬০ বোতল ফেনসিডিল, আসামীদের ব্যবহৃত এপাসি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আসামী গ্রেফতারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।