কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালিত।
মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ
দেশের অন্যান্য স্থানের মত নানা আয়োজনে নড়াইলের কালিয়ায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (সোমবার)উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে বিকাল ৪টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন মাহফুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সেলিম সিকদার, সাধারন সম্পাদক কামাল হোসেন মাহফুজ,নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরছালিন খন্দকার লালিফ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: ইলিয়াছ সিকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো: শাহিন, আওয়ামী লীগ নেতা মোজাফফার মোল্লা,যুবলীগ কর্মি রহমান বিশ্বাস, সাবেক ইউপি মহিলা সদস্য শিখা,সহ আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবগলীগ, ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মিরা । বক্তারা শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবলীগের বক্তারা।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।