যশোরের ইউসিবিএল ব্যাংকে প্রকাশ্য বোমা বিষ্ফোরন ঘটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই আহত-২।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরে প্রকাশ্য দিবালোকে বোমার বিষ্ফোরন ঘটিয়ে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল মুখোশধারী ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানার পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাত ও বোমার স্পিন্টারে দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন, শহরের আরএন রোড এলাকার আগমণী মোটরসের মালিক ইকবাল হোসেনের ভাই এনামুল হক (৩৫) ও হুশতলা এলাকার ইমদাদুলের ছেলে ইমন (২০) এদের মধ্যে এনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আহতরা ১৭ লাখ টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (ইউসিবিএল) এ জমা দেয়ার জন্য মোটরসাইকেলে চড়ে আসেন। তারা ব্যাংকের সামনে পৌছানোর সাথে সাথেই আগে থেকে, অতপেতে থাকা ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্তরা তাদেরকে ঘিরে ফেলে, এনামুলের হাতে পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছিনতাইকারীরা এসময় তার কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। সিটি প্লাজার সামনের গলি দিয়ে যাওয়ার সময় তারা শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। বোমার বিষ্ফোরনে ব্যাংকের এটিএম বুথের গ্লাস ভেঙ্গে যায়।
বোমা বিষ্ফোরনের পর পুলিশ ঘটনাস্থলে আসলেও আহত ইমনের অভিযোগ, টাকা ছিনতাইকালে পাশেই পুলিশের অবস্থান থাকলেও তাদের কেউই এগিয়ে আসেনি। দুর্বৃত্তরা চলে গেলে আহত দু’জনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, ছিনতাইয়ের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ছিনতাইকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।