যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন ২০২০

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৭ অপরাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউ‌নিয়ন শাখা ছাত্রলীগের দ্বিবা‌র্ষিক সম্মেলন২০২০ স্থানীয় গদখালী বাজার বাসস্ট্যান্ডে অনু‌ষ্ঠিত হয়। সম্মেলনে সভাপ‌তিত্ব করেন গদখালী  ইউ‌নিয়ন ছাত্রলীগের বিদায়ী সভাপ‌তি র‌ফিকুল ইসলাম। প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন, যশোর ২ আসনের সংসদ সদস্য বীরমু‌ক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন।


‌বিশেষ অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, যশোর জেলা যুবলীগের সহসভাপ‌তি আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি ও যুবলীগ নেতা র‌ফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের  সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা শামীম রেজা, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সে‌লিম রেজা ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।


সম্মেলনের উদ্ভোবক হিসাবে উপ‌স্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপ‌তি এহসানুল হা‌বিব শিপলু, প্রধান বক্তা হিসাবে উপ‌স্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন।


আরোও অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন , নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক র‌ফিকুল ইসলাম বু‌লি, ঝিকরগাছা ইউ‌নিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল হুদা রাসেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা প্রভাষক আশরাফ উ‌দ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি এমামুল হা‌বিব জগলু, সাবেক ছাত্রনেতা আ‌রিফুজ্জামান ছন্টু, গদখালী ইউ‌নিয়ন ছাত্রলীগের বিদায়ী সাধারন সম্পাদক ডা‌লিম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, নাইমুর রহমান হৃদয়, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌ‌ফিক আলম  কৌ‌শিক প্রমূখ।

খুলনা এর আরও খবর: