মাগুরার হাসপাতাল গেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আটক: ২।
মাগুরা সংবাদদাতা:
সম্প্রতি মাগুরা সদর হাসপাতাল গেটে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক চলছে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও ব্যবহারের উপর জিরো টলারেন্স নীতি। দীর্ঘদিন ধরে মাগুরার হাসপাতাল পাড়া ও কাউন্সিল পড়ার অলি-গলি ছিল মাদকাসক্তদের অভয় অরণ্য, যেখানে দিনদুপুরে নেশাখোরদের ইনজেকশনের মাধ্যমে ওফেফিন, প্যাথেড্রিন ও ইফিডিন গ্রহণ করা ছিল নিত্যনৈমত্তিক ব্যাপার। আর চিহ্নিত নেশাখোরদের কাছে এই ইনজেকশনগুলো অবৈধভাবে বিক্রি করে আসছিল মাগুরা সদর হাসপাতালে পশ্চিম পাশে অবস্থিত কিছু চিহ্নিত ফার্মেসি।
আজ ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা সাতটায় মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তিক পুনরায় মাগুরা সদর হাসপাতালের পশ্চিম পাশে অভিযান চালায়। এই অভিযানে আমিরুল ফার্মেসির মালিক আমিরুলকে ও সাকুরা ফার্মেসির মালিক সাগরকে অবৈধ ভাবে মাদকসেবীদের কাছে ইফিডিন ইঞ্জেকশন বিক্রি ও সন্দেহজনক পরিমাণ মজুদ রাখার দায়ে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত সপ্তাহে সাহা ফার্মেসিতে অভিযান চালানোর পর আজ সন্ধ্যায় দুইজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করেন মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরিদর্শক আব্দুর রহিম জানান "আমাদের কাছে খবর ছিল সাহা ফার্মেসিতে অভিযানের পর এই দুই ফার্মেসি গোপনে মাদকসেবীদের কাছে ইনজেকশন বিক্রি করছিল। এবং এদের কাছ থেকে সন্দেহজনক পরিমাণ ইফিডিন ইনজেকশন মজুত থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮ এর (ক) ও (গ) ধারায় আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান আরো কিছু ফার্মেসি এই অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।