বাঁকড়া টু ঝিকরগাছা সড়কে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৩
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া টু ঝিকরগাছা প্রধান সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩জন আহত হয়। শুক্রবার দুপুর ১টার দিকে বল্লা গ্রামের কলোনিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এই বিষয়ে উপজেলার শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয় তারা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, বাঁকড়া গ্রামের দরগাডাঙ্গায় শামসুরে ছেলে নয়ন হোসেন (১৯) এবং শিওরদাহ গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০)।
আহতরা হলেন, বায়সা গ্রামের কামরুল ইসলামের ছেলে ও বায়শা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আক্তারুল ইসলাম (১৭), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮) ও আজিম উদ্দীনের ছেলে নাইম হোসেন (১২), আক্তারুল ও রাব্বি যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। নাইমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মোটরসাইকেল মালিক বায়শা গ্রামের মিজানুর রহমান জানান, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। শফিকুল ইসলামের ছেলে রাব্বি বাঁকড়ায় একটি দাওয়াতে যাবেন বলে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন।
নিহত নয়নের চাচা শাহিন কবীর জানান, নয়ন সদ্য আর্মিতে চাকরি পেয়েছেন। দু’মাস প্রশিক্ষণ শেষে বাড়িতে এসেছিলেন তিনি। ঝিকরগাছার বারবাকপুরে একটি ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালনের জন্য তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।