নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যু দিবস আজ।
প্রতিবেদন;-হৃদয় হোসেন রত্ন
যেদিন তুমি এসেছিলে ভবে ,
কেঁদেছিলে তুমি হেসেছিল সবে।
এমন জীবন করিও গঠন,
হাসিতে হাসিতে মরিবে তুমি কাঁদিবে ভুবন।
এর অন্যতম উদাহরণ একজন হুমায়ূন আহমেদ।
হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান।
তিনি জন্মেছিলেন ১৩ নভেম্বর, ১৯৪৮, নেত্রকোনা জেলা
কিন্তু আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন ১৯ জুলাই, ২০১২, Bellevue Hospital Center, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। তাকে সমাহিত করা হয়েছে তার সৃষ্টি নুহাশপল্লীতে।আজ তার মৃত্যু দিবসে আলোচিত বার্তার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
ওপারে ভালো থাকবেন স্যার
আপনি আমাদের কাছে ছিলেন অনেক কিছু।
এখনো আপনার লেখার না পরলে রাতে ঘুম আসতে চায়না হাজার তরুণের। এখনো আপনার হিমু হয়ে যেতে মন চায়।
মন চায় কোন মিসির আলীকে খুঁজে বের করে তার লজিক নিতে।
আমরা নতুন রুপে হিমু মিসির আলিকে পাচ্ছি না
এ বাংলা আরেকজন হুমায়ূন আহমেদ কখন পাবে না।