কমলগঞ্জে দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ১০:৪২ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার: 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


রবিবার (২০ ডিসেম্বর) দুপরে উপজেলা চৌমুহনী চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালী শেষে আম্বিয়া কেজি স্কুল প্রাঙ্গনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন দেশ রূপান্তর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।


কেক কাটায় অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান, সহকারী পুলিশ সুপার কামাল উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যাপক ড. জেসমিন সুলতানা, লেখক গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহ্উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ ও শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহীন আহমেদ, মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, আজকালের খবর প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ, সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমান সামু, সময়ের আলো প্রতিনিধি সজিব দেবরায়, নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেন, প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন প্রমুখ।


কেক কাটার পর দেশ রূপান্তরের সফলতা কামনা করে বক্তব্য দেন অতিথিরা। এসময় অতিথিরা বলেন, দেশ রূপান্তরের মূল স্লোগান হচ্ছে ‘দায়িত্বশীলদের দৈনিক’। এ স্লোগানের কথার মতোই দেশ রূপান্তর পত্রিকা দায়িত্বশীল ভূমিকা রাখছে। ইতিমধ্যেই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পাঠকের আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে। দুবছরে দেশ রূপান্তর এগিয়ে বহুদূর এবং আরও এগিয়ে যাবে বলে আশা রাখেন উপস্থিত বক্তারা।

মিডিয়া কর্নার এর আরও খবর: