সলঙ্গায় বিদ্যুতায়িত হয়ে যুবকের অকাল মুত্যু।
সলঙ্গায় বিদ্যুতায়িত হয়ে যুবকের অকাল মুত্যু।
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রেজাউল করিম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে থানার নলকা ইউনিয়নের এরান্দহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল করিম ওই গ্রামের মৃত মজিবার খাঁর ছেলে।
৫ নং ওয়ার্ডের মেম্বর শাহ আলম এ মর্মান্তিক ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সকালে বাড়ির পাশে গাছের ডাল কাটার জন্য গাছে ওঠে রেজাউল। গাছের ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতা বশত: ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। তখন গাছের উপরে থাকাবস্থায় সে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
তার এই অকাল মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।