বড়াইগ্রামে গলায় ফাঁস দিয়ে মানষিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা
জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মিলন (২০) নামে মানষিক প্রতিবন্ধী এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।শনিবার সকাল উপজেলার জোয়াড়ী ইউনিয়নে বালিয়া গ্রামের বাড়ির পাশে বাগানে একটি গাবগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিলন। মিলন বালিয়া গ্রামের মোঃ শামসুল হক(মেরু) এর ছেলে।এলাকাবাসী জানায়,মিলন অনেকদিন ধরে মানষিক রোগে ভুগছে। আজ সকালে সকলের অজান্তে তার বাড়ির উত্তর পাশের বাগানের গাব গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।