বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা বিএমএসএফ'র শোক।

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৮ অপরাহ্ন   |   শোক সংবাদ



নিজস্ব প্রতিবেদক 


ঢাকা, শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক পীর হাবিবুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- এর গোয়াইনঘাট উপজেলা শাখা। 


শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর গোয়াইনঘাট উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল শুক্কুর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে সাংবাদিকরা একজন প্রকৃত কলমযোদ্ধাকে হারালেন। তিনি একজন দায়িত্বশীল সাংবাদিক ও কলাম লেখক ছিলেন। তাঁর লেখায় জাতি নানা ভাবে উপকৃত হয়েছেন।


তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।