নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা: জাকের পার্টি চেয়ারম্যানের শোক; অনতিবিলম্বে নিরাপদ নৌ পথ নিশ্চিতের দাবী
নারায়নগঞ্জে শীতলক্ষা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহতের ঘটনায় জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
তিঁনি বলেন, নৌপথে কিছুদিন পরপরই শুধুমাত্র অসচেতনতা, অসতর্কতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চলছে। যা অত্যন্ত দুঃখজনক, উদ্বেগজনক এবং অনাকাঙ্খিত। এ ধরনের কান্ডজ্ঞানহীন জীবনহরনকারী দুর্ঘটনা কিছুতেই আর মেনে যায় না।
জাকের পার্টি চেয়ারম্যান অনতিবিলম্বে নিরাপদ নৌ পথ নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, দ্রুত বাস্তবায়ন ও ব্যাপক সচেতনতা সৃষ্টির জোর দাবী জানান।
মোস্তফা আমীর ফয়সল শীতলক্ষার এ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দান এবং দুর্ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দানের দাবী জানান।