প্রধানমন্ত্রীর উপহার রায়গঞ্জে ১৯৫টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন

 প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৯:২৯ অপরাহ্ন   |   জাতীয়



সিরাজগঞ্জ প্রতিনিধি : 

মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১শত ৯৫টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।


আজ বৃহ:বার (২১ জুলাই) সকালে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ,সলঙ্গার সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন , সহকারি কমিশনার ভূমি তানজিল পারভেজ,রায়গঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার।


অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খান,

রায়গঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি তাপস কুমার ঘোষসহ অন্যান্য সাংবাদিক ও সুবিধা ভোগীরা । 


প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর রায়গঞ্জের ১৯৫টি ভুমি ও গৃহহীনদের মাঝে দলীল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজসহ অন্যান্য অতিথি বৃন্দ।

জাতীয় এর আরও খবর: