লালপুরে সড়কের পাশ থেকে গলাকাটা লাশ উদ্ধার,প্রাইভেটকার জব্দ।

লালপুর (নাটোর) প্রতিনিধি
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে নাটোরের লালপুরের লালপুর- বনপাড়া প্রধান সড়কের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পাশ থেকে সাইদুর রহমান (৩৫)
এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশে সড়কে রাখা একটি রক্তমাখা প্রাইভেট কার ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সে কুষ্টিয়ার ভেড়ামারা দক্ষিণ রেল গেটে এলাকার বামনপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি একজন পেশাদার ড্রাইভার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালপুর-বনপাড়া সড়কের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল সংলগ্ন সড়কের পাশে একটি সাদা প্রাইভেট কারের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । খবর পেয়ে লালপুর থানার ওসি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার (খুলনা মেট্রো- ক ০২-০১৮০), মোবাইল ফোন , একটি ধারালো চাকু ও কিছু কাগজ পত্র সহ লাশ উদ্ধার করা হয়।
নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন আছে, যা দেখে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একাধিক টিম ঘটনা তদন্তে মাঠে রয়েছে।