নীলফামারীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক‍্যাম্পেইন ২০২৩ সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন   |   জাতীয়






নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ



নীলফামারীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক‍্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ইপিআই ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


নীলফামারী সিভিল সার্জন ডা:মো. জাহাঙ্গীর কবির জাতীয় ভিটামিন 'এ' প্লাস এর উপকারি দিক নির্দেশনা মূলক বিভিন্ন আলোচনা করেন। তিনি আরো বলেন, এবারে জেলায় ৬টি উপজেলা ও চারটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভাকে নিয়ে মোট ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩১ হাজার ২ শত ৫৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৬ শত ৪৩ জন। 

এ সময় মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন,মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল বুলু, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি হামিদুল্লাহ সরকার, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি আবু হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি স্বর্ণালী শাহ স্বপ্না, সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী, দৈনিক সমাজ সংবাদের নীলফামারী জেলা প্রতিনিধি নুরল আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: