শার্শায় বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস বর্ণাঢ্য র্যালী, পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা করেছে শার্শা উপজেলা প্রশাসন।
এর আগে ২১ এর প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন শেষে পর্যায় ক্রমে উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলী, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও আধাসরকারী প্রতিষ্ঠান সমূহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপজেলা মৎস্য অফিসার আবুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চৌধুরী হাফিজুর রহমান ,মহিলা বিষয়ক কর্মকতা জাহান-ই-গুলশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লাল্টু মিয়া, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন সহ প্রমুখ।