যশোরের শার্শা উপজেলা সদরে দৃষ্টি নন্দন শহিদ মিনারের উদ্বোধন
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় ১১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে। দেশ স্বাধীনের পর এই প্রথম উপজেলা সদরে দৃষ্টি নন্দন শহিদ মিনারটি নির্মিত হলো।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর-০১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন শহিদ মিনারটির উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম আকিক, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত)আব্দুল্লাহ আল রাসেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা সহ প্রশাসনের কর্মকর্তারা।
দীর্ঘদিন পর হলেও উপজেলা সদরে শহিদ মিনার নির্মাণে খুশি উপজেলা প্রশাসনের সদস্যরা। আন্তর্জাতিক মাতৃ দিবসের একদিন আগে শহিদ মিনার উদ্বোধনে খুশি এলাকাবাসিও।