গোপালগঞ্জ কাশিয়ানীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসা মানুষের পদভারে জেগে উঠে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কাশিয়ানী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, কাশিয়ানী থানা পুলিশ ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিল্পকলা একাডেমী, উদীচি শিল্প গোষ্ঠী, উপজেলা স্বাস্থ্য ক্যাম্পাস, পল্লী বিদ্যুৎ, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।