মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শহিদ মিনারে ভাষা শহীদদের স্মরণে মিরপুর প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি
================
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
আজ অমর ২১শে ফেব্রুয়ারী ২০২৩ইং, ০৮ই ফাল্গুন,১৪২৮ বাংলা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মিরপুর প্রেসক্লাব'র সকল নেত্রীবৃন্দের ঢল নামে মিরপুর বাংলা স্কুল & কলেজ শহীদ মিনারে।
১৯৫২ সালে রাস্ট্র ভাষা বাংলা করতে গিয়ে আমাদের দেশের দামাল ছেলেরা সালাম, রফিক,বরকত, জব্বার নাম-নাজানা আরো কতো মায়ের সন্তান তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষা ছিনিয়ে এনেছিলো,তাদের স্মরনে আজও আমরা কাদি।
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি"
এই মহৎ দিনে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোস্তফা খোশনবিশ ও আতিক স্যারকে সাথে নিয়ে মিরপুর প্রেসক্লাব'র প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাম কাদের ও সাধারণ সম্পাদক এইচ এম জামাল উদ্দিনসহ উপস্থিত মিরপুর প্রেসক্লাব'র সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোসাঃ শামীমা আক্তার, সহ-সভাপতি মারুফ হায়দার, সহ-সভাপতি মুসা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী শরীফ নেওয়াজ লালন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আফজাল আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ হানজালা বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (নাসা),সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেন,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক - আনিছ লিমন,ত্রান বিষয়ক সম্পাদক - মেঃ জুয়েল হেসেন,সদস্য - মোশারেফ হোসেন মনা,সদস্য - যুবরাজ খান সবুজ, সদস্য - জি এম বাহার,সদস্য - ইদ্রিস মাতবর,সদস্য - সুমন খান,শিশু শিল্পী - সুমাইয়া ইসলাম তানহা ও মোঃ ফাইয়াজ হোসেন সাদাফ এবং ৯৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি জেসমিন আক্তার ইভা বিনম্র শ্রদ্ধা জানালেন।