রাজৈরে "অমর একুশের চেতনা শীর্ষক" আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচিত বার্তা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরে শেখ রাসেল সরকারি মহাবিদ্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার আয়োজনে ( ২৭ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে "অমর একুশের চেতনা শীর্ষক" আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাসরিন সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন,শেখ রাসেল মহাবিদ্যালের উপাধ্যক্ষ সুকদেব চন্দ্র বনিক, সহকারী অধ্যাপক কে এম ইয়াদুল হক, ইশিবপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ মোল্লা, বিটিভির মাদারীপুর প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, বাংলাভিশন ও সমকালের মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতি, মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ ফকির, শেখ রাসেল সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ প্রমূখ।
পরে শেখ রাসেল সরকারি মহাবিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ২০২৩ সালের নতুন ক্যালেন্ডার বিতরণ করা হয়।