নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালী আলোচনা সভা
নুরল আমিন রংপুর ব্যুরোঃ
নীলফামারীতে "স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়" এই প্রতিপাদ্যে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারীর উপ-সহকারি পরিচালক মো. এনামুল হক, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী এস, এম সফিকুল আলম ডাবলু, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াজুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শতশত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।