১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা ও সুন্দরবন দিবস উপলক্ষে স্বপ্নের সবুজ বাংলাদেশ উপজেলা শাখায় বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২০ অপরাহ্ন   |   জাতীয়



নিজস্ব প্রতিবেদন


আজ বিশ্ব ভালোবাসা দিবস ও সুন্দরবন দিবস, আর এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এই বছর ও স্বপ্নের সবুঝ বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার পক্ষ হইতে আউয়াল ফকিরের পরিচালনায় ও ইমরান মুন্সীর সার্বিক সহযোগিতায় (২০০) দুই শতাধিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসচী আয়োজন করেন,

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আব্দুল হালিম ফকির, (চেয়ারম্যান, বাজিতপুর ইউনিয়ন পরিষদ), বিশেষ অতিথি ফেরদাউস হোসাইন, (উপদেষ্টা, স্বপ্নের সবুজ বাংলাদেশ, সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখা), সুজন হোসেন রিফাত, (সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম), আলি ফকির সাবেক (মেম্বার ২ ওয়ার্ড) আব্দুল মান্নান বেপারী, (সভাপতি ২ ওয়ার্ড), খায়ের জমাদ্দার, আওয়ামীলীগ নেতা, সজীব মোল্লা, ইতালি প্রবাসী, মজিবর জমাদ্দার, (সহ সভাপতি কৃষকলীগ রাজৈর উপজেলা শাখা), ফারুক জমাদ্দার, (সাধারণ সম্পাদক শাফিয়া শরীফ বাজার) কমিটি,হাসিফ খান,নয়ন হাওলাদার,আজিজুল জমাদ্দার নুর মোহাম্মদ ও এলাকার লোকজন।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আউয়াল ফকির সভাপতি শাফিয়া শরীফ বাজার কমিটি, আহবায়ক স্বপ্নের সবুজ বাংলাদেশ, বার্তা সম্পাদক আলোচিত বার্তা, প্রকাশক এক্সপ্রেস নিউজ 24.কম।

এসময় সে সবাইকে অন্তত পরিবেশ রক্ষার্থে প্রতি বছর 5 টি করে গাছ লাগাতে বলেন। ও সবাই সবার নিজ নিজ বক্তব্য প্রধান করেন,

স্বপ্নের সবুজ বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন।

জাতীয় এর আরও খবর: