সিরাজগঞ্জে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন   |   জাতীয়



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে আমের মুকুলে। এমন দৃশ্যের দেখা মিলেছে সিরাজগঞ্জের ৯ টি উপজেলার বাড়িবাড়িসহ পথে প্রান্তরে।

 শীতের শেষে আম গাছে

 মুকুল আসে, আর সেই মুকুল থেকে ছোট ছোট গুটি বের হয়।তারপর বড় হয় আম। গাছ থেকে সেই আম পাড়ার ইতিকথা অনেকেরই জানা। প্রতিটি উপজেলার বাড়ি বাড়ি,রাস্তার পাশে বা জমিতে অন্যান্য বছরের তুলনায় এবার আমের মুকুল লক্ষ্যনীয়।  

 আমের মুকুল আসার আগে বা পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ পর্যন্ত তেমনি বিরাজ করছে।

আকাশে উজ্জ্বল রোদ অব্যাহত এবং হালকা বৃষ্টি হওয়ায় আমের মুকুল সুন্দর ভাবে প্রস্ফুটিত হচ্ছে। দেশি আমের পাশাপাশি অনেকেই হিমসাগর,ল্যাংড়া, ফজলি,আমরুপালিসহ বিভিন্ন জাতের আম গাছ মুকুলে ভরে গেছে। 

আমগাছীদের সাথে কথা বলে জানা যায়, তারা এবার ভালো ফলনের আশা করছে। যে দিকেই তাকানো যায়,সর্বত্রই যেন আমের মুকুল আর মুকুল। 


উল্লাপাড়া উপজেলার রামকৃঞপুর ইউপির আগরপুর উত্তরপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা ফিরোজ মান্নান বলেন, আমার বাড়িতে ৫/৭ টি বিভিন্ন জাতের আমের চারা লাগিয়েছি। প্রতিটি গাছে আমের মুকুলে ভরে গেছে। আমগাছের পরিচর্যাও করছি। আশা করি ভালো আমের ফলন পাব।


জেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বলেন, সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার প্রতিটি এলাকায় এবার গাছে গাছে প্রচুর আমের মুকুল দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাসহ উপসহকারি কৃষি কর্মকর্তারা এলাকায় গিয়ে আম চাষী ও গাছ মালিকদের সঠিকভাবে মুকুল পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন। তাই আশা করছি,সিরাজগঞ্জের আমগাছীরা এবার আমের ভালো ফলন পাবে।

জাতীয় এর আরও খবর: