উত্তরবঙ্গে আরাফ বাংলাদেশের মানবিক উদ্যোগ: পাবনায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
সুজন হোসেন রিফাত
রাজৈর প্রতিনিধি মাদারীপুর।
দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষগুলো পড়েছে চরম দুর্ভোগে। তীব্র শীতে মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ (আরাফ বাংলাদেশ) এবারও তাদের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় পাবনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
১৩ জানুয়ারি (সোমবার) সকালে পাবনা জেলা সদরের কালুপাড়া গ্রামে আরাফ বাংলাদেশের উদ্যোগে শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গ্রামের প্রভাষক ইউনুস বিশ্বাসের বাড়ির উঠানে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্তরা উষ্ণতা পেয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও সাংবাদিক সুজন হোসেন রিফাত বলেন, “মানবতার সেবায় নিয়োজিত হয়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের এই কষ্ট দূর করার জন্য আমরা ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি। আমরা চাই, এই কার্যক্রম দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে।”
তিনি আরও জানান, আরাফ বাংলাদেশ শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ বছর উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও এই ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় এক উৎসবমুখর পরিবেশে। নারীদের মুখে স্বস্তির হাসি ও বয়স্ক মানুষের চোখের গভীর কৃতজ্ঞতা আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই আরাফ বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও সুজন হোসেন রিফাত। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মো. শাওন করিম, মো. হাবিবুর রহমান আকন, এবং প্রভাষক ইউনুস বিশ্বাস। তারা একসঙ্গে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
কম্বল পেয়ে উপস্থিত নারী ও পুরুষরা আবেগাপ্লুত হয়ে আরাফ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “শীতের দিনে এমন সহায়তা আমাদের বেঁচে থাকার শক্তি জোগায়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে করার জন্য আমরা আরাফ বাংলাদেশের প্রতি অনুরোধ জানাই।”
আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ (আরাফ বাংলাদেশ) শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়। ফাউন্ডেশনটি সারা দেশে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনায় আরও ব্যাপকতর মানবিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান সংগঠনের নেতারা।
মানবতার পাশে দাঁড়ানোর এই অনুপ্রেরণাদায়ী উদ্যোগ যেন আরও মানুষের কাছে পৌঁছে, সেই আহ্বান জানান আয়োজকরা।