রাজশাহী মহানগর যুবদলের ১৩ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত ।

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন   |   জাতীয়




লিয়াকত হোসেন: 



বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে দ্বিতীয় ধাপে রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ ওয়ার্ড কমিটিকে শক্তিশালী ও কমিটি গঠন করার লক্ষ্য ১৩ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টায় নগরীর বোয়ালিয়া থানাধীন মহিলা কলেজের পশ্চিমে উচুঁ ভিটা নামক স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মী সভার উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। এই বিশাল কর্মীসভায় যুবদলের কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে।



উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্ববায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্ববায়ক মোঃ শরিফুল ইসলাম জনি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহ্ববায়ক মোঃ রফিকুল হোক টফি সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোঃ আশিকুজ্জামান সজীব ,মোঃ মাসুদুল হক মৃধা মোমিন ,মোঃ হাসনাত হোসেন ফয়সাল জন , ও মোঃ মুক্তার আলী সাদ্দাম।


  


বক্তব্যের শুরুতে পবিত্র আল কোরআন পাঠ করা হয়।  এ সময় বক্তারা বলেন বিগত ১৬ বছর এই আওয়ামী সরকার  দেশের কোনো জায়গায় শান্তি মতো এমন কোনো পোগ্রাম করতে দেয়নি ,আমাদের নেতা কর্মীরা শান্তি মতো বাসায় থাকতে পারেনি বাসায় থাকলে রাতে এসে পুলিশ ধরে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছে ,বৌ বাচ্চার সাথে ভালো সময় কাটাতে পারিনাই পালাই বেড়াতে হইসে ,আমাদের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল যারা  দলের জন্য আত্মতেগ করেছে তাদেরকেই দলে মূল্যায়ন করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন  যারা দলের অসময়ে দলের সাথে ছিলেন তারাই আগামীর নেতৃত্বে আসবেন আমাদের দলের নতুন নেতাদের প্রয়োজন নাই এবং আমাদের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে যাতে আওয়ামী দলের বা অন্যকোনো রাজনৌতিক দলের নেতা কর্মীরা আমাদের দলে ঢুকে অপকর্ম চালাতে না পারে ,এবং দেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করা হচ্ছে  এই সমস্ত কাজ যারা করছে তাদের আইনের আওতায় আনতে হবে। এবং নেতা কর্মীরা আরও বলেন   কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা কর্মীসভা করছি এবং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্য আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রার্থীদের নাম প্রস্তাব গ্রহণ করছি। মহানগরীর ৩০টি ওয়ার্ডে কর্মীসভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কমিটি গঠনের সিদ্ধান্ত হবে।

জাতীয় এর আরও খবর: