লালপুরে ৩৩ স্বাস্থ্যকর্মীর বেতন .

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন   |   জাতীয়




বন্ধ,মানবেতর জীবনযাপন 



লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের আওতায় ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩৩ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সাত মাস ধরে বেতন বন্ধ হয়ে আছে। এতে করে পরিবার-পরিজন নিয়ে মানবেতর  জীবন যাপন করছেন তারা। 


লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অসহায় গরিব মানুষের চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই, কিশোর-কিশোরী ও নববিবাহিত দম্পতিদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে ৩৩ জন সিএইচসিপি (স্বাস্থ্যকর্মী) নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 


কিন্তু গত ২০২৪ এর জুন মাস থেকে স্বাস্থ্যকর্মীরা বেতন পাচ্ছেন না। ঢাকায় তাদের


আন্দোলনের মুখে গত ২০ আগস্ট অন্তর্বর্তী সরকার সিএইচসিপিদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দেয় এবং গত বছরের ১৮ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে। 


তারপরও গত ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্প খাত কিংবা রাজস্ব খাত থেকে 


তাদের কোনো বেতন-ভাতা ছাড় করা হয়নি। 


এ বিষয়ে বড়বাদকয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিউটি খাতুন জানান, আমরা প্রতি মাসে ক্লিনিকে অনেক প্রসূতি মায়ের স্বাভাবিক ডেলিভারি করিয়ে থাকি। ২০১৭ সালে অসহায় এক গর্ভবতী মায়ের স্বাভাবিক ডেলিভারি করার জন্য নিজে পুরস্কারও পেয়েছি। কিন্তু গত সাত মাস ধরে বেতন না পাওয়ায় নিজের পরিবারের সেবা করতে পারছিনা। বরং পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এ কে এম শাহাব উদ্দিন বেতন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, "সারা দেশব্যাপী সিএইচসিপিদের বেতন বন্ধ আছে, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমস্যাটির সমাধান হবে।"

জাতীয় এর আরও খবর: