বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত ।

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন   |   জাতীয়



জাহিদ হাসান স্টাফ রিপোর্টার


অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫  পালিত হয়েছে এ উপলক্ষে শনিবার (৮ মার্চ ) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা  বড়াইগ্রাম এর উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনা 


 সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি তার বক্তব্যে বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। এজন্য পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে, উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা পেশাজীবী নারী সদস্য বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ মাহফুজা পারভীন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সরল মূরমু, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আগত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: