বদরগঞ্জে মিলভিটার এজেন্টদের বিরুদ্ধে ভেজাল দুধ বিক্রির অভিযোগ, জনস্বাস্থ্য হুমকির মুখে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কিছু অসাধু মিলভিটান দুধ এজেন্ট সাদা রঙের কেমিক্যাল পাউডার মিশিয়ে সাধারণ মানুষের কাছে দুধ বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এ দুধের রঙ, ঘনত্ব ও ফেনা দেখে অনেকে খাঁটি দুধ মনে করলেও বাস্তবে এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
স্থানীয় একজন ভুক্তভোগী, বদরগঞ্জ পৌরসভার বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, “প্রতিদিন সকালে আমরা এই দুধ কিনে বাচ্চাদের খাওয়াই। কিছুদিন ধরে দেখি দুধে গন্ধ ও স্বাদ অস্বাভাবিক। পরে জানতে পারি এতে নাকি সাদা পাউডার মেশানো হয়।”
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকালে দুধ সংগ্রহের সময় তারা নিজ চোখে কিছু এজেন্টকে পাউডার মেশাতে দেখেছেন। পাউডারটি দেখতে এক ধরনের সাদা কেমিক্যালের মতো, যা দুধের ঘনত্ব বাড়ায় এবং ফেনা তৈরি করে।
এ বিষয়ে বদরগঞ্জের এক অভিজ্ঞ গাভী খামার মালিক মতিউর রহমান বলেন, “যারা খাঁটি দুধ বিক্রি করেন, তারা এখন ক্ষতির মুখে। এই ধরনের ভেজালকারীরা শুধু ব্যবসার ক্ষতি করছে না, মানুষের জীবন নিয়েও খেলছে।”
প্রশাসনের হুঁশিয়ারি:
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, “আমরা ইতিমধ্যে কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যদি কেউ ভেজাল দুধ বিক্রি করে থাকে, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষজ্ঞদের মত:
একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, “এই ধরনের দুধে ব্যবহৃত কেমিক্যাল শরীরে কিডনি, লিভার এবং হজমপ্রক্রিয়ার মারাত্মক ক্ষতি করতে পারে। শিশু ও বৃদ্ধরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়।”
জনসচেতনতা ও আহ্বান:
সচেতন নাগরিকরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন, বাজারে নিয়মিত নজরদারি বাড়ানো হোক এবং দুধ পরীক্ষার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সাধারণ মানুষকেও দুধ কেনার আগে যাচাই-বাছাই করে কেনার অনুরোধ জানানো হচ্ছে।