মানবতার ফেরিওয়ালা দ্বীপ রত্ন মাহফুজুর রহমান মিতা এমপির উপহার।

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:৩৮ পূর্বাহ্ন   |   রাজনীতি


পুষ্পেন্দু মজুমদার,

সন্দ্বীপ প্রতিনিধি ঃ


আমাদের সবার পক্ষে মহৎ কাজ করা সম্বভ হয় না।তবে চাইলে মহৎ ভালবাসা থাকলে সব কাজ করা সম্বভ।গরিবেরা যেই খানে প্রতিনিয়ত কিছু না কিছু মাঝে মধ্য পেয়ে যাচ্ছে।।


যারা মধ্যবিত্ত তারা না পাচ্ছে কিছু চাইতে,না পাচ্ছে কিছু বলতে।।ঠিক তাদের কথা মাথায় রেখে চালু করেছেন হটলাইন, যাতে দেওয়া হয়েছিল প্রত্যক ইউনিয়নের এ একজন করে দায়িত্ব।।তারই সেই দ্বারাবাহিকতা হটলাইন ফোন এসেছে চার হাজার একশত বত্রিশ(৪১৩২) জন এর।।



তারই ধারাবাহিকতা মাইটভাঙ্গা ইউনিয়নে মাননীয় সংসদ সদস্য Mahfuzur Rahman Mita মহোদয়ের ভালোবাসার উপহার (খাদ্য সামগ্রী)  পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ।


উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাঈন উদ্দীন মিশন,এমপি মহোদয়ের পিএস ও হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব Jasim Uddin সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজনীতি এর আরও খবর: