দ্বিতীয় ধাপে ও ৩৬০০ পরিবার এর মাঝে ত্রান দিলেন মোহাম্মদ ফারুক খাঁন এমপি

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৪:০০ পূর্বাহ্ন   |   রাজনীতি


মুকসুদপুর প্রতিনিধিঃ

২১ এপ্রিল ২০২০ গোপালগঞ্জ - ১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ  ফারুক খান এমপি মহাদয় এর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে আজ প্রথম দিনে মুকসুদপুর উপজেলার   বহুগ্রাম, খান্দারপাড়া, গোবিন্দপুর, ভাবড়াশুর,  বাশবাড়ীয়া, উজানী, কাশালিয়া, ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নের ৩৬০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 


মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আতিকুর রহমান মিয়া ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দিন আহমেদ মুক্তু, সিরাজুল ইসলাম মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, কুটি খান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন স্পটে উপস্থিত থেকে নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা প্রদান নিশ্চিত করেন।

দেশের এ সংকটকালীন সময়ে  কর্মহীন দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য পাঠালেন ফারুক খাঁন এমপি।

তিনি ১৯৮৮ সাল থেকে মুকসুদপুর কাশিয়ানীর জনগণ দুর দিনে সাহায্য নিয়ে ছুটে আসেন। ৮৮ সালের বন্যার সময় ঘরে ঘরে চাউল দিয়েছেন ৯৮ সালের বন্যার সময় ও ফারুক খাঁন কে মুকসুদপুর কাশিয়ানীর মানুষ কাছে পেয়েছেন। এখন ২০২০ সালে ও করোনা মহামারীতে ফারুক খাঁন খাদ্য নিয়ে হাজির হয়েছেন।প্রথম ধাপে হাজার ১৮০০ প্যাক দিয়েছেন  দ্বিতীয় ধাপে  মুকসুদপুরে ৩৬০০ প্যাক দিয়েছেন।

রাজনীতি এর আরও খবর: